ভারতে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪

ই-বার্তা ডেস্ক।।  ভারতের উত্তর প্রদেশ ও বিহারে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া হাজার হাজার লোক ত্রাণ কেন্দ্রে আশ্রয় নিয়েছে।   

দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, পাটনা-সহ রাজ্যের অধিকাংশ জায়গাতেই বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করেছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বন্যাকবলিত এলাকাগুলোতে সহায়তা দিতে ও যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

বন্যায় আটকে থাকা লোকজনদের উদ্ধার করতে বিমান বাহিনীর কাছে আবেদন করেছে বিহার সরকার। উদ্ধার কাজে কাজ করছে দেশটির বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।

দেশটির আবহাওয়া দফতর আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে রেড এলার্ট রাজ্যে জারি করা হয়েছে। সেইসঙ্গে পাটনায় স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।  

এছাড়া প্রবল বর্ষণে ব্যাহত ওই রাজ্যের রেল পরিষেবা। পাটনা স্টেশনে আটকে রয়েছেন বহু যাত্রী। বন্যার কারণে ২৫টি ট্রেনকে অন্য রুটে ঘুরিয়ে দেয়া হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেনযাত্রা।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু