দুই মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপির

ই- বার্তা ডেস্ক।।   বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন মশা নিধনে ব্যর্থ হওয়ায় ঢাকার দুই মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন।

তিনি বলেন, ‘মশা নিধনে ব্যর্থতার দায় নিয়ে তাদের পদত্যাগ দাবি করছি আমরা। সেই সঙ্গে এ বিপদ থেকে বাঁচতে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।’

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে ঢাকা জজকোর্টের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করতে এসে তিনি এসব কথা বলেন।

দুপুরে বাহাদুর শাহ পার্ক এলাকায় র‍্যালি ও লিফলেট বিতরণ করার কথা ছিল দলটির। কিন্তু তার অনুমতি দেয়নি পুলিশ। পরে পুলিশের অনুমতি না পেয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলে চলে যান দলের নেতাকর্মীরা।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সরকারকে সহযোগিতা এবং জনগণকে সচেতন করতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এ র‌্যালির আয়োজন করে। কিন্তু জনসচেতনতামূলক শান্তিপূর্ণ এ র‌্যালি প্রশাসন পালন করতে দিচ্ছেনা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

তিনি আরও বলেন, ‘যদি স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিটি করপোরেশন সমন্বিতভাবে পদক্ষেপ নিতো তাহলে ডেঙ্গু মহামারি আকার ধারণ করতো না। তাই আমরা মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।’

খন্দকার মোশাররফ বলেন, ‘আমি নিজেও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ছিলাম। সে সময়ও ডেঙ্গু ছিল। কিন্তু আমরা সিটি করপোরেশনের সঙ্গে সমন্বিত হয়ে কাজ করে এটি মোকাবিলা করেছি। অথচ এখন সরকারের উদাসীনতার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশে বন্যা হচ্ছে, ডেঙ্গু হচ্ছে। কিন্তু সরকার, সরকারের মন্ত্রীরা দেশের বাইরে ঘুরে বেড়াচ্ছেন। জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই তাদের।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবীব-উন-নবী খান সোহেল, বিএনপি নেতা ইশরাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন, ঢাকা মহানগর শ্রমিক দলের সহ সভাপতি সুমন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাদল প্রমুখ।