কলম্বিয়ায় আন্দোলোনকারীদের হঠাতে রাস্তায় নেমেছে সেনাবাহিনী

ই-বার্তা ডেস্ক।।  সরকারবিরোধী আন্দোলন নিয়ন্ত্রণে নিতে তৃতীয় দিনের মতো পুলিশকে সঙ্গে নিয়ে কলম্বিয়ার রাস্তায় নেমেছে সেনাবাহিনী।   

বৃহস্পতিবার থেকে আন্দোলন বেগবান হয়। আড়াই লাখের বেশি আন্দোলনকারী সামিল হন লংমার্চে। শুরুতে শান্তিপূর্ণভাবে তারা এগিয়ে যেতে থাকলে পুলিশের সঙ্গে কিছুক্ষণ পর সংঘর্ষ হয়। 

ন্যূনতম মজুরির পরিবর্তন, পেনশন ও কর সংস্কার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের বেসরকারিকরণসহ বিভিন্ন বিষয়ে কয়েক সপ্তাহ ধরেই লাতিন দেশটিতে বিক্ষোভ চলছে। দুর্নীতি ও ২০১৬ সালে বামপন্থী ফার্ক গেরিলাদের সঙ্গে সরকারের স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়ন না হওয়ায় অসন্তোষ জানাচ্ছেন আন্দোলনকারীরা। তবে সরকার বলছে, পেনশন ও কর ব্যবস্থাপনায় কোনো ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা নেই। 

সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে দক্ষিণ-পশ্চিমের কাউকা প্রদেশের সানতানদর দে কুইলিচাও শহরে থানায় বোমা হামলায় পুলিশের তিন কর্মকর্তা নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু