মোংলায় ট্রলারডুবি, ১ ব্যক্তির মরদেহ উদ্ধার

ই-বার্তা ডেস্ক।। বাগেরহাটের মোংলার পশুর নদীর লাউডোব এলাকায় যাত্রীবাহী একটি ট্রলারডুবির ঘটনায় এ পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার সকালে খুলনা জেলার দাকোপ উপজেলার লাউডোব এলাকার কর্মজীবী শ্রমিকরা মোংলা বন্দর এলাকায় হোলসিম সিমেন্ট ফ্যাক্টরিতে কাজে আসার সময় পশুর নদীর খেয়া পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম সুন্দর বিশ্বাস (৫৫) বলে জানা গেছে। এ ঘটনায় এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

মৃত সন্দর বিশ্বাস খুলনা জেলার ডাকোপ উপজেরার লাউডোপ প্রামের প্রফুল্ল বিশ্বাসের ছেলে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান নিখোঁজ যাত্রীদের পরিচয় তাৎক্ষণিকভাবে কেউ জানাতে পারেনি। পশুর নদীতে যাত্রী পারাপারের ট্রলার ডুবির খবর পেয়ে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের নিবার্হী কর্মকর্তা লে. কমান্ডার ইফতেখার হোসেনের নেতৃত্বে কোস্টগার্ডে সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। পরে মোংলা নৌ বাহিনী ও ফায়ার সার্ভিসের একাধিক ডুবুরি দল উদ্ধার কাজে তৎপরতা চালিয়ে যাচ্ছে। তারা সুন্দর বিশ্বাস নামে এক যাত্রীর লাশ উদ্ধার করে।