আত্রাই নদীতে বাঁধ দিয়ে মাছ ধরা বন্ধ করল ইউএনও

নাটোর: গুরুদাসপুর উপজেলায় আত্রাই নদীতে বাঁধ দিয়ে অবৈধভাবে মাছ ধরা বন্ধ করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: তমাল হোসেন। উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দুর্গাপুর পয়েন্টে আজ বিকেলে অভিযান চালিয়ে অবৈধভাবে নদীতে বাঁধ দিয়ে মাছ স্বীকার বন্ধ করেন তিনি।

এলাকাবাসী জানান, স্থানীয় মসজিদ ও কবরস্থানের উন্নতিকল্পে নদীতে বাঁধ দিয়ে সেঁচের মাধ্যমে পানি তুলে মাছ ধরার অনুমতি দিয়েছিল মসজিদ ও মাদ্রাসার কমিটি। তবে, নদীর স্বাভাবিক গতি ব্যাহত হওয়ার পাশাপাশি নষ্ট হচ্ছিলো নদীপাড়ের পরিবেশ ও সেচকার্জে ব্যবহৃত শ্যালো মেশিনের বিকট শব্দে রাতে নষ্ট হচ্ছিলো এলাকাবাসীর ঘুম।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আত্রাই নদীতে অবৈধভাবে মাছ ধরার জন্য তৈরি করা বাঁধটি ভেঙ্গে দিয়ে নদীর পানির স্বাভাবিক চলাচল নিশ্চিত করা হয়েছে।
কেন অবৈধভাবে নদীতে বাঁধ দিয়ে মাছ স্বীকার করা হচ্ছিলো জানতে চাইলে, স্থানীয় ওয়ার্ড মেম্বার বলেন, ‘আমি বিশেষকাজে রাজশাহীতে ছিলাম। আমি জানার পরে, এই কাজের বিরুদ্ধে ব্যাপকভাবে অসম্মতি জানিয়েছি।‘

অভিযান চলাকালীন সময়ে গুরুদাসপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো: তমাল হোসেন বলেন, ‘নদীতে বাঁধ দিয়ে মাছ স্বীকার অবৈধ। নদীতে বাঁধ সৃষ্টি করার ফলে নদীর স্বাভাবিক গতি, পরিবেশ ও প্রকৃতি নষ্ট হয়। এই অবৈধ কাজের সাথে কারা জড়িত তা তদন্ত করে বের করা হবে এবং সেচের কাজে ব্যবহৃত শ্যালো মেশিনগুলো জব্দ করা হয়েছে।‘

নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদের সময় উপস্থিত ছিলেন গুরুদাস থানার পুলিশ ও গ্রাম পুলিশের সদস্যরা।