এক আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৮৫ জন প্রার্থী
ই-বার্তা ডেস্ক।। আগামী মাসে অনুষ্ঠেয় ভারতীয় লোকসভা নির্বাচনকে সামনে রেখে টান টান উত্তেজনা বিরাজ করছে রাজ্য গুলোতে। তবে দেশটির তেলেঙ্গানা প্রদেশে ভোট নিয়ে বিপাকে পড়েছে নির্বাচন কমিশন। প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় ওই আসনে ইভিএমে ভোট নেয়া সম্ভব হচ্ছে না।
শুক্রবার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ভারতের তেলেঙ্গানার নিজামাবাদের একটি আসনে প্রার্থী সংখ্যা ১৮৫ জন। এ কারণে ওই আসনে ইলেকট্রনিকস ভোটিং মেশিনে ভোট নেয়া সম্ভব হচ্ছে না। ১১ এপ্রিল আসন্ন লোকসভা নির্বাচনে ওই আসন থেকে এ বিপুলসংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নিজামাবাদ এলএস আসনে বর্তমানে তেলেঙ্গানা জাতীয় কমিটির সভাপতি এবং মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কালভাকুল্লা কাভিথা প্রতিদ্বন্দীতা করছেন।
তেলেঙ্গানার প্রধান নির্বাচন কর্মকর্তা রজত কুমার গণমাধ্যমকর্মীদের জানান, নিজামাবাদে লোকসভা নির্বাচনে ১৮৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০০ জন নমিনেশন ফরম জমা দিয়েছিলেন। এদের মধ্যে ২৫ মার্চ যাচাই-বাছাই শেষে ১৮৯ জনের নমিনেশন বৈধতা পায়। বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত নমিনেশন প্রত্যাহারের সময় থাকলেও মাত্র চার জন প্রার্থীতা প্রত্যাহার করে নেয়।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু