ঢাকা দক্ষিণের কাউন্সিলর মঞ্জুকে গ্রেফতারে এলাকায় মিষ্টি বিতরণ
ই-বার্তা ডেস্ক।। অস্ত্র ও মাদকসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মঞ্জুকে গ্রেফতার করেছে র্যাব। এদিকে কাউন্সিলরকে আটকের খবরে এলাকায় মিষ্টি বিতরণ করেছে সাধারণ জনতা।
বৃহস্পতিবার (৩১ অক্টোবের) দুপুর ১২টার পর রাজধানীর টিকাটুলি এলাকায় এ অভিযান চালানো হয়। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাউন্সিলর মঞ্জুর কার্যালয়ে অভিযান চালানো হচ্ছে।
অভিযানে অংশ নেওয়া এক কর্মকর্তা বলেন, বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর সুপার মার্কেটের ব্যবসায়ীরা মঞ্জুর বিরুদ্ধে ওয়ারী থানায় একটি মামলা করেন। ওই মামমলার পরিপ্রেক্ষিতে কার্যালয়টিতে অভিযান চালনো হচ্ছে। মঞ্জুকে কার্যালয় থেকে আটক করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা। র্যাব-৩ এর অপারেশন অফিসার অতিরিক্ত এসপি এ বি এম ফয়জুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঞ্জুকে নিয়ে তার বাসায় অভিযান চালানো হচ্ছে।