ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ই-বার্তা ডেস্ক।। সম্মেলনের ১ বছরেরও পরে ঘোষণা করা হলো ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক এ কমিটির অনুমোদন দেন।
এর আগে গত বছরের ২৫ ও ২৬ এপ্রিল যথাক্রমে ঢাকা মহানগর দক্ষিন এবং উত্তর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রায় তিন মাস পরে মোঃ ইব্রাহীম হোসেনকে সভাপতি এবং সাইদুর রহমান হৃদয়কে সাধারণ সম্পাদক হিসেবে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু