তিস্তার পানি দেইনি তাই বাংলাদেশ ইলিশ দিচ্ছে নাঃ মমতা
ই-বার্তা ডেস্ক।। ভারত-বাংলাদেশের মধ্যে সু-সম্পর্ক বজায় থাকলে একটি জায়গায় সেটি তিক্ততার কারণ হয়ে দাড়ায়। আর সেই জায়গাটি তিস্তা চুক্তি। তিস্তার পানি চুক্তির কারনে বাংলাদেশ ইলিশ দিচ্ছে না বলে অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
মমতা ব্যানার্জি বলেছেন, ‘তিস্তার পানি দিতে না পারায় বাংলাদেশ আমাদের ইলিশ দিচ্ছে না।’
মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় ইলিশের প্রসঙ্গেই মমতা তিস্তার পানি দিতে না পারার বিষয়টির উল্লেখ করেছেন। এদিন বিধানসভার প্রশ্নোত্তর-পর্বে বিধায়ক রহিমা বিবির এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেছেন, বাঙালি মাছে-ভাতে থাকতে ভালোবাসে। কিন্তু বাংলাদেশকে আমরা তিস্তার পানি দিতে পারিনি। তাই ওরা আমাদের ইলিশ দেয়া বন্ধ করে দিয়েছে। ওরা আমাদের বন্ধু দেশ। কিন্তু পানি নেই তো কোথা থেকে দেব?
তিস্তার পানির ন্যায়সঙ্গত হিস্যার দাবি জানিয়ে আসছে বাংলাদেশ। গত ইউপিএ সরকারের আমলে তিস্তার পানি চুক্তি মমতার আপত্তিতে আটকে গিয়েছে।
নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশকে বারেবারে আশ্বস্ত করা হয়েছে যে, আলোচনার ভিত্তিতে তিস্তার পানি বণ্টনের ব্যবস্থা করা হবে। কিন্তু সেটা এখনও বাস্তবে রুপ নিতে পারেনি।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু