ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচন
ই-বার্তা ।। আগামী ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশনসভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ভারপ্রাপ্ত ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।
তিনি বলেন, নতুন বছর জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ডিএনসিসির উপনির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে উভয় সিটিতে যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, কমিশনসভায় এ নির্বাচন নিয়ে পর্যালোচনা হয়েছে। কমিশন মনে করছে, এ নির্বাচন অনুষ্ঠানে কোনো আইনি জটিলতা নেই। তাই কমিশন এ নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণার নির্দেশনা দিয়েছে। যেহেতু একটি পদে উপনির্বাচন এবং কাউন্সিলর নির্বাচনটি পৃথক দুটি সিটি করপোরেশনের, তাই পৃথক তিনটি তফসিল দেওয়া হবে।
তবে ভোটগ্রহণ একই দিনে হবে। এ ছাড়া জানুয়ারিতে যারা নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবেন, তারা এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
তবে নতুন ভোটারদের কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। সাধারণ ওয়ার্ডে যারা নির্বাচিত হবেন, তাদের মেয়াদ চলমান সিটি কর্পোরেশনের মেয়াদের সঙ্গে শেষ হয়ে যাবে। উপনির্বাচনে মেয়রের যে মেয়াদ হবে, সাধারণ নির্বাচনে নির্বাচিত কাউন্সিলরের মেয়াদও একই হবে।