ব্রিজঘাটে কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৮৫ হাজার পিস ইয়াবা উদ্ধার
ই- বার্তা ডেস্ক।। নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকায় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৮৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
আজ বৃহস্পতিবার (৭ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে। এ সময় চালক মো. রফিকুল ইসলামকেও (৪৮) আটক করা হয়।
এ সময় আরও আটক করা হয়েছে, হলেন- কক্সবাজারের রামু উপজেলার হিমছড়ি গ্রামের জামাল (৩৫), ঢাকার মিরপুর-১১ নম্বরের রবিউল ইসলাম রাব্বী (৩০) ও কাভার্ডভ্যানের মালিক মো.আব্দুর রহমান (৫০)।
এই বিষয়ে নগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার (পশ্চিম) মইনুল ইসলাম বলেন, কাভার্ডভ্যানটিতে কোনো পণ্য ছিল না। চালকের সিটের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ইয়াবাগুলো আমরা উদ্ধার করি।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম