ভারত-পাকিস্তান ইস্যুতে সবাই আমাদের বিপক্ষেঃ পাকিস্তানের সাবেক কূটনীতিক

ই-বার্তা ডেস্ক।।  পাকিস্তানের অভ্যন্তরে জঙ্গি শিবিরে ভারতের হামলা নিয়ে পাকিস্তানের পক্ষে কোনো দেশ কথা বলছে না বলে মন্তব্য করে দেশটির সাবেক কূটনীতিক হুসেইন হাক্কানি বলেন, এমনকি চীনও পাকিস্তানের পক্ষে কিছু বলছে না।  এতে এটা স্পষ্ট যে জঙ্গিদের নিরাপদ আশ্রয়ের ব্যাপারে বিশ্ব আর ধৈর্য ধরতে পারছে না।  

গতকাল মঙ্গলবার পাকিস্তানের বালাকোটে নিয়ন্ত্রণরেখা থেকে ৮০ কিলোমিটার দূরে জইশ-ই-মুহাম্মদের সবচয়ে বড় প্রশিক্ষণ শিবির বোমা মেরে উড়িয়ে দিয়েছে ভারত।  দেশটি দাবি করেছে, এই হামলায় ৩০০ জঙ্গি নিহত হয়েছে।

হাক্কানি পাকিস্তানের শক্তিশালী সামরিক বাহিনীবিরোধী ব্যক্তি।  পাকিস্তানের মৌলবাদী গোষ্ঠীগুলো ক্রমাগত তাঁকে হুমকি দিয়ে থাকে।  হাক্কানি বলেন, পাকিস্তানের অতি উচ্চ জাতীয়তাবাদী আবেগ হয়তো বিষয়টি মানতে চায় না।  তবে জঙ্গিদের নিরাপদ স্বর্গের ব্যাপারে বিশ্বের ধৈর্য ক্ষীণ হয়ে আসছে। 

আলাদ এক সাক্ষতকারে মইদ ইউসুফ বলেন, পারস্পরিক হামলায় দুই দেশ গুরুতর সংকটের দিকে যাবে।  এটা ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। কারণ ভারত ও পাকিস্তান জানে কীভাবে সংকট তৈরি হয়।  এ উত্তেজনা থামাতে তারা যুক্তরাষ্ট্রের মতো তৃতীয় কোনো পক্ষের উপর নির্ভর করে। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু