মেসির জোড়া গোলে জয় পেল বার্সা
লিওনেল মেসির জোড়া গোলে জিরোনার বিপক্ষে প্রীতি ম্যাচে বড় জয় পেয়েছে বার্সেলোনা। জিরোনাকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে কাতালানরা।
প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বের প্রথম ম্যাচে মেসি ছিলেন গোলশূন্য। তবে প্রীতি ম্যাচে দারুণ দুই গোলে ভক্তদের প্রত্যাশা পূরণ করেন এলএমটেন।
ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে লিওনেল মেসির অ্যাসিস্ট থেকে বার্সাকে লিড এনে দেন আনসু ফাতি। ৩৪ মিনিটে লিড দ্বিগুণ করেন বার্সা অধিনায়ক। বিরতির আগে ব্যবধান ৩-০ করেন লুইস সুয়ারেজ।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে নেলসন সেমিডোর গোলে স্কোর লাইন দাঁড়ায় ৪-০। আর জর্ডি আলবা’র অ্যাসিস্ট থেকে জিরোনার কফিনে শেষ পেরেক ঠুকে দেন মেসি।