মেসির বিনিময়ে তিন খেলোয়াড় ও ৯০ মিলিয়ন পাউন্ড দিতে রাজি ম্যানসিটি
লিওনেল মেসিকে পাওয়ার জন্য বার্সেলোনাকে নতুন প্রস্তাব দিয়েছে ম্যানচেস্টার সিটি। এক মেসির জন্য কাতালান ক্লাবটিকে তিনজন খেলোয়াড় এবং ৯০ মিলিয়ন পাউন্ড দিতে আগ্রহী পেপ গার্দিওলার ক্লাব ম্যানসিটি।
বার্সেলোনার সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে দীর্ঘদিনের ক্লাব পরিবর্তন করার ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার।দীর্ঘ প্রায় দুই দশক কাটিয়ে বার্সেলোনা ত্যাগের খবর দিয়ে মেসি গোটা ফুটবল বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন।
বার্সেলোনার হয়ে বর্ণিল ক্যারিয়ারে আর্জেন্টাইন তারকা মেসি জয় করেছেন লা লিগার ১০টি ট্রফি এবং চারটি ইউরোপীয় চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। কিন্তু সর্বশেষ ইউরোপীয় মিশন থেকে তিক্ত স্বাদ নিয়ে বিদায় হতে হয়েছে কাতালান ক্লাবকে।
বার্সেলোনা ছাড়ার পরিকল্পনা থেকেই করোনা টেস্টে অংশ নেননি মেসি। সোমবার নতুন প্রধান কোচ রোনাল্ড কোম্যানের অধীনে অনুশীলনেও যোগ দেননি মেসি।