রিফাত হত্যার বিচার চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মুশফিক-রুবেল
ই-বার্তা ডেস্ক।। বরগুনায় রাস্তায় প্রকাশ্য দিবালোকে স্ত্রীর সামনে রিফাত শরিফকে হত্যার ঘটনায় নাড়া দিয়েছে বিশ্ববিবেক। সব শ্রেণী-পেশার মানুষ এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। ক্রিকেটাররাও এ ঘটনার নিন্দা ও খুনিদের বিচার দাবি করেছেন।
বরগুনার নৃশংস এ হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি ছাড়া কেউ রিফাতকে বাঁচাতে এগিয়ে আসেনি। এ নিয়ে হাইকোর্ট পর্যন্ত বিস্ময় প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগা মাধ্যম ফেসবুক টুইটারে স্ট্যাটাস দিয়ে অনেকেই এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই তারকা মুশফিকুর রহীম এবং রুবেল হোসেনও এ ঘটনায় নিন্দা জানিয়েছেন। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘটনায় দায়ীদের বিচার চেয়ে স্ট্যাটাস দিয়েছেন মুশি ও রুবেল।
ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়া মুশফিকুর রহীম তার ফেসবুক পেজে লিখেন, ‘আমি মুশফিকুর রহীম এবং আমি রিফাত হত্যার ন্যায়বিচার চাই।
তিনি রিফাত হত্যার ন্যায়বিচার নিশ্চিত চেয়ে একটি হ্যাশট্যাগও (#জাস্টিসফররিফাত) দেন।
একই ভাবে মুশফিকের সতীর্থ পেসার রুবেল হোসেন ফেসবুকে লিখেছেন, ‘আমি রুবেল হোসেন এবং আমি রিফাত হত্যার ন্যায়বিচার চাই। তিনিও হ্যাশট্যাগ দেন।
নিহত শাহনেয়াজ রিফাত শরীফের বাড়ি বরগুনা সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নের বড় লবণগোলা গ্রামে। তার বাবার নাম আ. হালিম দুলাল শরীফ। মা-বাবার একমাত্র সন্তান ছিলেন রিফাত। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রী মিন্নির সামনে বরগুনা সরকারি কলেজের কাছে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু