অভিনন্দনকে মানসিক নির্যাতন করা হয়েছেঃ ভারতের প্রতিরক্ষামন্ত্রী

ই-বার্তা ডেস্ক।।  সূত্রের বরাত দিয়ে শনিবার টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পাকিস্তানি সেনাবাহিনীর হাতে বন্দি থাকা অবস্থায় ভারতীয় পাইলট অভিনন্দন ‘মানসিক নির্যাতন’ করা হয়েছিল।  ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনকে অভিনন্দন নিজেই একথা জানান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

নির্মলা সীতারমন শনিবার ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দনকে দেখতে যান।  এসময় অভিনন্দনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। 

প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষামন্ত্রী অভিনন্দনকে জানান তার সাহস ও দৃঢ়প্রতিজ্ঞার জন্য পুরো দেশ তাকে নিয়ে গর্বিত।  এসময় পাকিস্তানে প্রায় ৬০ ঘণ্টা আটক থাকা অভিনন্দন বন্দী থাকা কালীন অবস্থা  প্রতিরক্ষামন্ত্রীকে জানান। 

সেখানে আরও বলা হয়, পাকিস্তানে আটক থাকা অবস্থায় অভিনন্দন মানসিক নির্যাতনের শিকার হলেও তিনি এখনও মানসিকভাবে খুবই শক্ত এবং তার মনোবলও বেশ ভালো অবস্থায় রয়েছে।  এর আগে শুক্রবার রাতে ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দেয় পাকিস্তান

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, নিজের যুদ্ধবিমান ভূপাতিত হয়ে ধরা পড়ার আগে পাকিস্তান বিমান বাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করা পাইলট অভিনন্দনকে দেখতে শনিবার ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়াসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা হাসপাতালে গিয়েছিলেন।  তাদের কাছেও অভিনন্দন পাকিস্তানে বন্দি থাকা অবস্থায় মানসিক নির্যাতনের শিকার করেছেন।

নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে হামলা চালানোর সময় বিমান ভূপাতিত হয়ে আটক হওয়ার পর ভারতীয় বিমান বাহিনীর সদস্য উইং কমান্ডার অভিনন্দনকে ‘শান্তির নিদর্শন’ হিসেবে শুক্রবার রাতে ফিরিয়ে দেয় পাকিস্তান।  পাঞ্জাবের ওয়াঘা-আত্তারি সীমান্ত দিয়ে অভিনন্দনকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পাকিস্তানি কর্তৃপক্ষ। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু