অস্ট্রেলিয়া ফিরে পেলো তাদের হারানো ঐতিহ্য

ই-বার্তা ডেস্ক।।   পেস বোলিং এর স্বর্গ’রাজ্য হিসেবে পরিচিত অস্ট্রেলিয়া। তবে তাদের কেনো যেন তাদের কোন বোলারই অনেকদিন ধরে পায়নি শীর্ষস্থান। তবে পেট কামিন্সের হাত ধরে সেই অধরা স্বপ্ন ছুয়েছে অস্ট্রেলিয়া। গ্লেন মেগ্রার প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে শীর্ষে উঠে এসেছেন তিনি।

২০০৬ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ আইসিসি র্যাংকিংয়ে শীর্ষে ছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা। এরপর আর কোনো অস্ট্রেলিয়ান এই আসনটি অলঙ্কৃত করতে পারেননি। এবার দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে শীর্ষ স্থানটি দখল করে নিলেন কামিন্স।

যদিও আজ প্রকাশিত র্যাংকিংয়ে সবচেয়ে সাম্প্রতিক পারফরম্যান্স হিসেবে কামিন্স ছিলেন না। কারণ, তাদের সিরিজ শেষ হয়েছে সেই শ্রীলঙ্কার বিপক্ষে আরও বেশি কিছুদিন আগে। এখানে বিষয় হচ্ছে, শীর্ষে থাকা বোলার কাগিসো রাবাদা শ্রীলঙ্কার বিপক্ষে ডারবান টেস্টে ভালো করতে পারেননি। পুরো ম্যাচে মাত্র ৩ উইকেট নিতে পেরেছেন তিনি। যে কারণে পেছনে পড়ে যান রাবাদা এবং শীর্ষে চলে আসেন প্যাট কামিন্স।

ই-বার্তা/ মাহারুশ হাসান