অস্ত্র চুরির ঘটনায় জড়িতদের কঠিন শাস্তি পেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ই- বার্তা ডেস্ক।।   রাজধানীর শাহবাগ থানা থেকে অস্ত্র ও গুলি চুরির ঘটনায় জড়িত ব্যক্তি যেই হোক না কেন, তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল 

আজ বুধবার (৮ মে) সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ কোস্ট গার্ড আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, থানা থেকে একজন এএসআই’র পিস্তল ও বুলেট চুরি গেছে। এটা ভুলে গেলে চলবে না যে, অস্ত্র ও গুলি হারানোর ব্যাপারটি সাধারণ না। গাফিলতির দায়ে ওই এএসআইকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী আন্তরিকভাবে তদন্ত করছে।

স্বরাষ্ট্র মন্ত্রী আরও বলেন, পঞ্চগড় কারাগারে নির্যাতনে একজন আইনজীবী মারা গেছেন বলে অভিযোগ উঠেছে, এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চলছে। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তবে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম