আইএস প্রধান বাগদাদিকে ধরিয়ে দিতে পুরষ্কার ঘোষণা

ই-বার্তা ডেস্ক।।  জঙ্গি সংগঠন আইএসপ্রধান আবু বকর আল বাগদাদিকে ধরিয়ে দিতে পারলে কিংবা যথাযথ তথ্য দিলেই আড়াই কোটি মার্কিন ডলার পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে ইরাকের সেনাবহিনী।

আনবারপ্রদেশের ইব্রাহিম আল আওসাজ নামে এক কর্মকর্তা জানান, লোকজনকে পুরস্কারের বিষয়ে জানাতে আনবারের রাজধানী রামাদিতে এ ঘোষণা দিয়ে লিফলেট বিলিয়েছে ইরাকের সেনাবাহিনী।

সেই লিফলেটে বলা হয়েছে, দায়েশ নেতা ও তার যোদ্ধারা আপনাদের ভূমি দখল করছে এবং আপনাদের আপনজনদের হত্যা করছে।  এখন সে তার পরিকল্পিত ধ্বংস ও মৃত্যুর হাত থেকে বাঁচতে লুকিয়ে আছে।  গোয়েন্দাকে তার বিষয়ে সন্ধান দিয়ে তার বদলা নিতে পারেন।

কয়েক দিন আগেই মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স পূর্বাঞ্চলীয় সিরিয়ায় আইএসকে পরাজিত করে।  এর পরই আবার বাগদাদিকে ধরিয়ে দেয়ার পুরস্কার ঘোষণায় ধারণা করা হচ্ছে, পূর্ব সিরিয়ায় পরাজয়ের পর বাগদাদি নিজের সঙ্গীদের নিয়ে এলাকা ছেড়ে পালিয়েছে। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু