‘আগামী ৫ বছরে দেড় কোটি মানুষের কর্মসংস্থান হবে’

ই- বার্তা ডেস্ক।।   পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন যে,  সরকার আগামী পাঁচ বছরে দেড় কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে ।

আজ বৃহস্পতিবার (২৭ জুন) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) কেন্দ্রে ব্রাক বিশ্ববিদ্যালয় আয়োজিত দু’দিনব্যাপী ‘জাতীয় কর্মসংস্থান মেলা-২০১৯’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কর্মসংস্থান সৃষ্টি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। সরকার আগামী পাঁচ বছরে দেড় কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির কার্যক্রম হাতে নিয়েছে। ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে কমপক্ষে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। সরকার আইসিটি সেক্টরে কর্মসংস্থানের উদ্দেশ্যে প্রায় সাড়ে তিন লাখ যুবককে প্রশিক্ষণ দিচ্ছে। এক্ষেত্রে উদ্যোক্তা সৃষ্টিতে সরকার অর্থেরও যোগান দিয়ে যাচ্ছে। ’

তিনি বলেন, ‘সরকার যোগ্য ও প্রশিক্ষিতদের কর্মসংস্থানের জন্য বিদেশে পাঠাতে চায়। আগামী পাঁচ বছর কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ দিতে সরকার প্রায় ২ বিলিয়ন ডলার ব্যয় করবে। যুবসমাজের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের জন্য এরই মধ্যে বিভিন্ন দেশের সঙ্গে বেশকিছু চুক্তি স্বাক্ষর হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘আমরা সৌভাগ্যবান যে, বাংলাদেশের জনগোষ্ঠীর বড় অংশ তরুণ ও কর্মক্ষম। জনসংখ্যার ৪৯ শতাংশের বয়স ২৫ বছরের কম এবং ৭৪ শতাংশ কর্মক্ষম। ভবিষ্যতেও এই জনসংখ্যা আমাদের দেশের জন্য সুফল বয়ে আনবে। ’

অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ভিনসেন্ট চ্যাং। এ সময় বাংলাদেশ অর্থনীতি সমিতির মহাসচিব জামাল উদ্দিন, ব্রাক বিশ্ববিদ্যালয়ের অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়াসের্র পরিচালক দিলারা আফরোজ খান রুপা, রেজিস্টার লে. কর্ণেল (অব.) মো. ফয়জুল ইসলাম ও এনআরবি জবস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবে এলাহী চৌধুরী প্রমুখ।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম