ঝড়েই ভেঙে পড়ল সেতু

ই-বার্তা ডেস্ক ।।  নিউজিল্যান্ডের পশ্চিম উপকূলে ওয়াইহো নদীর একটি সেতু প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে ভেঙে পড়েছে। মঙ্গলবার ওই সেতু ভেঙে পড়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, নিউজিল্যান্ডের সাউথ আইসল্যান্ডের ফ্রাঞ্জ জোসেফ শহরের ওই সেতুটির একটি অংশ ঝড়ের কবলে আস্তে আস্তে ভেঙে পড়ছে এবং সেতুর কংক্রিটগুলো নদীতে পড়ে যাচ্ছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

দেশটির আবহাওয়াবিদরা ওই অঞ্চলে জরুরি সতর্কতা জারি করেছে এবং সেখানকার বাসিন্দাদের জরুরি কাজ ছাড়া ভ্রমণ না করার জন্য বলা হয়েছে। এ ছাড়াও ওই অঞ্চলে অবস্থিত স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

ই-বার্তা /  তামান্না আলী প্রিয়া