ইউরোপীয় সেনাদের হুমকি দিল ইরান

ই- বার্তা ।। ইউরোপের দেশগুলোকে মধ্যপ্রাচ্য থেকে সেনা সরিয়ে নিতে আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

ঐ অঞ্চলে বিদেশি সেনারা যে কোনো সময় বিপদে পড়তে পারেন বলেও সতর্ক করেন তিনি। তবে ইরানের হুমকি সত্বেও মধ্যপ্রাচ্য থেকে নিজেদের মিশন প্রত্যাহার না করার ঘোষণা দিয়েছে ইউরোপীয় কমিশন।

মধ্যপ্রাচ্যে থাকা বিদেশি সেনাদের প্রতি হুঙ্কার জানিয়ে রুহানি বলেন, বিপদে না পড়তে চাইলে দ্রুত নিজ দেশে ফিরতে হবে তাদের। রুহানি বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনারা এখন বিপদে আছে। সামনে ইউরোপীয় সেনারাও বিপদে পড়তে পারে। আমরা চাই না এ অঞ্চলটি নিরাপত্তাহীনতায় থাকুক।

আমরা চাই আপনরা এখান থেকে চলে যান। ইরানি প্রেসিডেন্টের এই আহ্বান প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় কমিশন। সংস্থাটি জানায়, ইরাকের সাথে সম্পর্ক আরও জোরদার করতে দেশটিতে নিজেদের মিশন অব্যাহত রাখা হবে।