ইভিএম কারচুপির অভিযোগে উদ্বেগ জানিয়েছে প্রণব মুখার্জি

ই-বার্তা ডেস্ক।।  ভারতের লোকসভা নির্বাচন শেষে ইভিএমে কারচুপির অভিযোগ ওঠায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

তিনি বলেন, সাংবিধানিক সংস্থা হিসেবে নিজের গ্রহণযোগ্যতা বজায় রাখার দায় নির্বাচন কমিশনের।  এখন ইভিএম নির্বাচন কমিশনের দায়িত্বে আছে।  সেগুলি সুরক্ষিত রাখার দায়িত্ব কমিশনের। 

এর আগে এনডিটিভির এডিটোরিয়াল ডিরেক্টর সোনিয়া সিংয়ের লেখা বই ‘ইন্ডিয়া থ্রু দেয়ার আইজ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসে প্রণব বলেন, ‘আমরা যদি আমাদের দেশের সাংবিধানিক সংস্থাগুলোকে মজবুত করতে চাই, তা হলে মনে রাখতে হবে- এ ধরনের সংস্থা আসলে দেশের কাজে লাগে।’

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি যার কাজের দক্ষতা নেই, সে যন্ত্রপাতি ও সরঞ্জাম নিয়ে প্রশ্ন তোলে।  যার কাজের দক্ষতা আছে, সে জানে কোন যন্ত্রকে কীভাবে ব্যবহার করতে হয়।’

এদিকে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী নেতাকর্মীদের কেন্দ্রে কেন্দ্রে ইভিএমের গুদাম পাহারা দেয়ার নির্দেশ দিয়েছেন, যাতে একটা ইভিএমও কেউ উল্টাপাল্টা করতে না পারে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক অডিওবার্তা দিয়ে দলের সর্বস্তরের নেতাকর্মী-সমর্থকদের এ নির্দেশ দেন কংগ্রেসের এ তরুণ নেত্রী।

বার্তায় বুথফেরত সমীক্ষাকে গুজব বলে উড়িয়ে দেন প্রিয়াংকা। ইভিএম কারচুপির লক্ষ্যে যেকোনো সন্দেহজনক আনাগোনা তদারকি করতে কংগ্রেসের সব প্রার্থী ও নেতাকর্মীরা ইতিমধ্যে নিজ নিজ এলাকার কেন্দ্রের বাইরে অবস্থান নিয়েছেন।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু