পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা আর চান না কিম! 

ই-বার্তা।। ১৯৫০ সালে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের করা অস্ত্রবিরতি চুক্তিটি স্থায়ীভাবে শান্তিচুক্তিতে রুপান্তর করে সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং কিম জং উন সরকারকে ক্ষমতায় রাখার নিশ্চয়তা চান কিম জং উন। এ ধরনের কোনো নিশ্চয়তা না পেলে পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা আর চালিয়ে যেতে চান না তিনি। 

 

উত্তর কোরিয়ার কর্মকর্তারা বলছেন, পরমাণু বোমা পরীক্ষা স্থগিত করা, একটি পরমাণু ক্ষেত্র বন্ধ করা এবং মার্কিন সৈন্যদের দেহাবশেষ যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রক্রিয়া শুরুর মাধ্যমে তারা অনেক কিছু করেছেন। তাই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আর তারা সামনে এগাতে চায় না।

 

অন্যদিকে দীর্ঘমেয়াদী শান্তিচুক্তিতে যেতে সিনেটে দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতি পেতে হবে ট্রাম্প প্রশাসনকে। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানান, ট্রাম্প ব্যক্তিগতভাবে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা থমকে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন। তবে সোমবার এক টুইটে ট্রাম্প বলেছেন, ‘আলোচনার অগ্রগতিতে আমি খুশি। আমাদের কোনো তাড়া নেই।

 

 

 

ই-বার্তা/ড্ডেস্ক রিপোর্ট