ইরানের ওপর মার্কিন চাপ বৃদ্ধি অব্যাহত রাখার ঘোষণা জন বোল্টনের

ই-বার্তা ডেস্ক।।  হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, মধ্যপ্রাচ্যে সহিংস কার্যক্রম বন্ধ ও পরমাণু অস্ত্র নিরসন না করা পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর চাপ বৃদ্ধি  অব্যাহত রাখবে।  

তিনি বলেন, ইরান সরকার পরমাণু অস্ত্র নিরসন না করা পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে তাদের ওপর চাপ বৃদ্ধি চলমান রাখব। মধ্যপ্রাচ্যে ইরানের সহিংস কার্যক্রম বন্ধ না হওয়া পর্যন্ত এটি চলবে।

জন বোল্টন আরও বলেন, সারা বিশ্বের সন্ত্রাসবাদ পরিচালনা ও সমর্থন বন্ধ না হলে এ চাপ অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, পরমাণু কর্মসূচি হ্রাস করার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে- এই শর্তে ২০১৫ সালে নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ সদস্য ও জার্মানির সঙ্গে ইরান ‘জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন’ (জেসিপিওএ) নামের চুক্তিতে সই করে ইরান।

শুরু থেকেই চুক্তির প্রতিটি শর্তই মেনে আসছে তেহরান। এরপরও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর অভিযোগ এনে প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৮ সালের মে মাসে ওই সমঝোতা থেকে বেআইনি ও একতরফাভাবে আমেরিকাকে বের করে নেন। সেই সঙ্গে ২০১৫ সালে তুলে নেয়া সব নিষেধাজ্ঞা আরোপ করে।

পরিপ্রেক্ষিতে ইউরেনিয়াম ও ভারী পানি (হেভি ওয়াটার) বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু