ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্রঃ পম্পেও

ই-বার্তা ডেস্ক।।  যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, তার দেশ ইরানের সঙ্গে কোনো ধরনের যুদ্ধ চায় না।

মঙ্গলবার রাশিয়া সফরকালে সোচি শহরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠককালে এসব কথা জানান তিনি।  

পম্পেও বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র যুদ্ধ চায় না।  তারা ইরানকে বিষয়টি স্পষ্ট করেছে।  তাদের আশা ইরান একটি স্বাভাবিক দেশের মতো আচরণ করবে।  তবে ইরান কোনো ধরনের হামলা করলে তার জবাব দেবে যুক্তরাষ্ট্র।

আর এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনিও যুক্তরাষ্ট্রের সঙ্গে তার দেশের যুদ্ধের আশঙ্কা নাকচ করে দিয়েছেন। 

প্রসঙ্গত, ২০১৫ সালে ইরানের সঙ্গে প্রভাবশালী ছয়টি দেশের সঙ্গে পরমাণু সমঝোতা চুক্তি হয়।  গত বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ চুক্তি থেকে বের হয়ে গেল দু’দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়।  এর পর তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।  

এদিকে ওয়াশিংটন জানায়, ইরানকে সতর্ক করতে মিসরের সুয়েজ খালে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন মোতায়েন করা হয়েছে। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু