ইরানের সঙ্গে হুয়াওয়ের বাণিজ্যে ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র!

ই-বার্তা ডেস্ক।।   মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের সঙ্গে বাণিজ্যের অভিযোগে বৃহত্তম টেলিযোগাযোগ কোম্পানি হুয়াওয়ের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ তুলে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। এর কারণে নতুন করে বেইজিং ও ওয়াশিংটনের আলোচনায় বাণিজ্যযুদ্ধ শুরু হতে পারে।

সোমবার মার্কিন বিচার বিভাগ হুয়াওয়ে ও এর প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মেং ওয়ানঝুর বিরুদ্ধে গোপনে একটি সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে তেহরানের সঙ্গে ব্যবসা ও এসব তথ্য লুকিয়ে যুক্তরাষ্ট্রের ইরান নিষেধাজ্ঞা লঙ্ঘন ষড়যন্ত্রের অভিযোগ এনেছে।

চীনা এ টেলিকম জায়ান্ট মার্কিন টি-মোবাইল কোম্পানির কাছ থেকে রোবোটিকবিষয়ক প্রযুক্তি চুরি করেছে বলেও আরেকটি অভিযোগে জানিয়েছে তারা।

হুয়াওয়ে এ অভিযোগ অস্বীকার করে বলেছে, ২০১৭ সালেই টি-মোবাইলের সঙ্গে তাদের এ বিষয়ক দ্বন্দ্বের অবসান হয়েছে।

হুয়াওয়ে বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রনিকস সেলুলার টাওয়ার নির্মাতা ও বিশ্বের তৃতীয় বৃহত্তম অত্যাধুনিক মোবাইল নির্মাণকারী প্রতিষ্ঠান।

বিশ্বের অন্যতম প্রভাবশালী এ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান যে গোপনে ইরানের সঙ্গে ব্যবসা করছে তা নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল। ২০১২ ও ২০১৩ সালে আলাদা অনুসন্ধানী প্রতিবেদনে রয়টার্সও এ বিষয়ে সন্দেহ উসকে দিয়েছিল।

এর আগে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন ঝেংফেইয়ের মেয়ে মেং ওয়ানঝুকে ১ ডিসেম্বর বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে কানাডার কর্তৃপক্ষ। মেং হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা ও ডেপুটি চেয়ারম্যান।

এদিকে মেংয়ের গ্রেফতারের ‘বদলা হিসেবে’ চীনা নিরাপত্তারক্ষীরাও এরই মধ্যে অন্তত দুজন কানাডীয় নাগরিককে আটক করেছে বলে খবর আন্তর্জাতিক গণমাধ্যমের।

ই-বার্তা/ শফিকুল ইসলাম