ইসরায়েল ভুল করলে বিশ্বের মানচিত্র থেকে তাদেরকে মুছে ফেলা হবেঃ ইরান

ই-বার্তা ডেস্ক।।  ইরানের বিরুদ্ধে ইসরায়েল সামান্যতম ভুল করলে এটিই হবে তার সর্বশেষ ভুল। এরপর দখলদার এ অবৈধ রাষ্ট্রটি বিশ্বের মানচিত্র থেকে পুরোপুরি মুছে যাবে বলে হুমকি দিয়েছেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ সালামি।  

বুধবার রাজধানী তেহরানে বিপ্লবী গার্ড বাহিনীর হাজার হাজার কমান্ডার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে সেখানে জেনারেল সালামি বলেন, বর্তমানে ইসলামি বিপ্লবের যোগাযোগের লাইন হাজার হাজার কিলোমিটার গভীর পর্যন্ত পৌঁছে গেছে। জুলুম, ন্যায়বিচার এবং আধ্যাত্মিকতার বাণী স্থানান্তর করার মাধ্যমে এ অঞ্চলে আমেরিকাকে একঘরে করে ফেলা হয়েছে।

ইসলামি বিপ্লবের শক্তিমত্তা এবং প্রতিরোধকামীতার ওপর গুরুত্বারোপ করে আইআরজিসির কমান্ডার সালামি বলেন, ইরানের অভ্যন্তরীণ শক্তি ও সামর্থ ব্যবহার করে বিপ্লবী বাহিনীকে বিভিন্ন ক্ষেত্রে শক্তিশালী করা হচ্ছে।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু