ইসলামিক ফাউন্ডেশনের ডিজিসহ ১০ জনের ব্যাংক হিসাব তলব

ই-বার্তা ডেস্ক।।  ইসলামিক ফাউন্ডেশন (ইফা) মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজালের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক।  একইভাবে তার সম্পদের হিসাব খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

ডিজির পাশাপাশি ইফার আরও ৯ কর্মকর্তার সম্পদের হিসাব চেয়েছে তারা। এরই মধ্যে তাদের জাতীয় পরিচয়পত্রের নম্বরসহ প্রয়োজনীয় তথ্য-উপাত্ত নিয়েছে দুদক। এরা সবাই ইফার গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বে রয়েছেন এবং ডিজির আস্থাভাজন কর্মকর্তা। 

দুদকের নজরে পড়া অন্য কর্মকর্তারা হলেন ইফার পরিচালক (উপসচিব) জালাল আহমদ, পরিচালক (সমন্বয়) এবিএম শফিকুল ইসলাম, উপপরিচালক (পার্সো) মুহাম্মদ আজাদ আলী, সহকারী পরিচালক (পার্সো) মোস্তাফিজুর রহমান, সহকারী পরিচালক (সমন্বয়) মুহাম্মদ মজিব উল্লাহ ফরহাদ, সহকারী পরিচালক (ডিজির দফতর) মো. জাকির হোসেন, সেকশন অফিসার-১ (প্রশাসন) মোহাম্মদ রিজাউল করিম এবং সাবেক পরিচালক মুহাম্মদ তাহের হোসেন ও মু. হারুনুর রশিদ।

ইফার সচিব কাজী নূরুল ইসলাম মঙ্গলবার জানান, ‘ইফার ১০ কর্মকর্তার ব্যাংক হিসাবসহ সম্পদের তথ্য চেয়েছে দুদক। এরই মধ্যে দুদকের সহকারী পরিচালক মো. আমীর হোসেন ইফার কার্যালয়ে এসে তথ্য-উপাত্ত চেয়েছেন। আমরা নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় তথ্য-উপাত্ত দিয়ে তাদের প্রশাসনিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছি।’ 

জানতে চাইলে দুদক সহকারী পরিচালক মো. আমীর হোসেন মঙ্গলবার বলেন, ‘সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের কিছু কর্মকর্তার নানা অনিয়ম ও দুর্নীতির বিষয়ে দুদকে লিখিত অভিযোগ দেয়া হয়। অভিযোগটি দুদকের সংশ্লিষ্ট কমিটি আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করে। সে অনুযায়ী তাদের তথ্য-উপাত্ত অনুসন্ধান করতে আমাকে দায়িত্ব দেয়া হয়েছে। এরই মধ্যে ইফার কার্যালয়ে গিয়ে কয়েকজনের সঙ্গে কথা বলে কিছু তথ্য-উপাত্ত সংগ্রহ করেছি। অনেকের তথ্য না পাওয়ায় সেগুলো চেয়েছি।’

এ প্রসঙ্গে ইফা পরিচালক (উপসচিব) জালাল আহমদ বলেন, ‘আমার কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি পাবে না দুদক। আমিও শুনেছি দুদক আমার তথ্য চেয়েছে। দুদক দেখুক, অনুসন্ধান করুক। এ নিয়ে আমার কোনো কথা নেই।’

ই-বার্তা/সালাউদ্দিন সাজু