একুশে ফেব্রুয়ারী উপলক্ষে মাদরাসায় প্রথম শহীদ মিনার নির্মাণ

ই- বার্তা ডেস্ক।।   একুশে ফেব্রুয়ারী উপলক্ষে বগুড়ার ৯৪ বছর পুরোনো সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদরাসায় এবারই প্রথম শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন শিক্ষার্থী-শিক্ষকরা।

আজ বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীদের ব্যতিক্রমে উদ্যোগে নির্মিত শহীদ মিনারেফুল দিয়ে শ্রদ্ধা জানান মাদরাসাটির শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা।

এই বিষয়ে মাদরাসার শিক্ষার্থীরা জানান, ১৯৮৬ সালে প্রাচীন মাদরাসাটি সরকারিকরণ হলেও এখানে কখনোই শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেয়া হয় নি। তাই বুধবার মাদরাসার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা মিলে বাঁশ-কাপড়-সুতা আর রঙ ব্যবহার করে এখানে নির্মাণ করেন অস্থায়ী শহীদ মিনার।

আজ বৃহস্পতিবার সকালে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির ইতিহাসে প্রথমবারের মতো প্রভাতফেরি করে এই অস্থায়ী শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের প্রতি। এরপর একে একে মাদরাসার কর্মকর্তা-কর্মচারী এবং প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন ফুল দিয়ে শ্রদ্ধা জানান মাদরাসার ইতিহাসে নির্মিত প্রথম এই শহীদ মিনারে। পরে অনার্স ভবন হলরুমে ভাষা দিবসের বিশেষ আলোচনার আয়োজন করা হয়।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম