এমপি রনজিৎের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ই-বার্তা ডেস্ক ।।  যশোর-৪ আসনের এমপি রনজিৎ রায় কুমার রায়ের বিরুদ্ধে ঢাকায় সংবাদ সম্মেলন করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতারা। রোববার ঢাকা রিপোর্টাস ইউনিটির ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশনে এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।

 

বক্তব্যে বাঘারপাড়া উপজেলার দোহাখোলা ইউনিয়ন চেয়ারম্যান মোতালেব তরফদার বলেন, রণজিৎ কুমার রায় ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচনে জয়লাভের পর থেকে টাকার নেশায় মগ্ন। স্থানীয় আওয়ামী লীগে ত্যাগী নেতারা তার আচরণে দল থেকে সরে দাঁড়িয়েছে। এছাড়াও দলীয় কমিটি এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে বহু টাকার বিনিময়ে অযোগ্য অদক্ষ লোক বসিয়ে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।

 

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ২০০৪ সালে বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের কমিটিতে সভাপতি নির্বাচিত হবার পর থেকেই নিজস্ব লোক দিয়ে পকেট কমিটি বানিয়ে রেখে আজ পর্যন্ত কোন বর্ধিত সভা করারও প্রয়োজন মনে করেননি। কেন্দ্রের নির্দেশ উপেক্ষা করে দলের কর্মকান্ডকে গতিশীল করতে বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন না করার জন্য সব করেছেন। তার মতের বিরুদ্ধে গেলেই তাকে হামলা-মামলা দিয়ে নির্যাতন করেছেন।

অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোল্যা ওলিয়ারের হত্যার পিছিনে তার মদদ আছে মর্মে গণমাধ্যমের প্রতিবেদনে এসেছে।তিনি বলেন, টাকার বিনিময়ে জামায়াত বিএনপি দলীয় লোক নিয়োগ দেয়া তার অভ্যাসে পরিণত হয়েছে। বাঘারপাড়া উপজেলা জামায়াতের রোকন আব্দুল মতিনকে বিপুল অংকের টাকার বিনিময়ে বাঘারপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছেন।

 

 

উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি আজিজুর রহমানকে হাবুল্লা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন । একই রকম রায়পুর কলেজের অধ্যক্ষ, ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,আগড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ছাতিয়ানতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, চেঙ্গুটিয়া বি সি সি মুজাদিয়া মাদ্রাসার শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের নৈশ-প্রহরীর নিয়োগে বিপুল টাকার লেনদেন করেছেন। আওয়ামী লীগের কর্মীদেরও টাকার বিনিময়ে চাকরি নিতে হয়েছে।

 

সংবাদ সম্মেলনে বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আতিয়ার রহমান সরদার, সাধারণ সম্পাদক জুলফিকার আলী, যশোর জেলা আওয়ামী লীগ সদস্য আজগর আলী, ১নং ইউনিয়নের চেয়রম্যান দিল পাটুয়ারী, বাসুয়াড়ি ইউপি চেয়ারম্যান আবু সাঈদ,  যশোর জেলা আওয়ামীলীগের সদস্য ও প্রাক্তন চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল সহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

 

 

 

ই-বার্তা / ডেস্ক