কংগ্রেসের তিনটি বিলে ভেটো দিয়েছেন ট্রাম্প

ই-বার্তা ডেস্ক।।  মধ্যপ্রাচ্যের সঙ্কট নিরসনে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রিতে ট্রাম্পের সিদ্ধান্তের সাথে দ্বিমত পোষণ করেছিল মার্কিন কংগ্রেস। এবার কংগ্রেসের সব বিলেই ভেটো দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি বন্ধে এবার মার্কিন কংগ্রেসে পাস হওয়া তিনটি বিলে ভেটো দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এসব বিল আইনে পরিণত হলে বিশ্বব্যাপী মার্কিন প্রতিযোগিতার সক্ষমতা দুর্বল হয়ে পড়বে এবং মিত্র ও অংশীদারদের সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে কংগ্রেসকে যুক্তি দেখিয়েছেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপে মার্কিন আইন প্রণেতারা ক্ষুব্ধ হয়ে ট্রাম্পের সমালোচনা করে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসকে এড়িয়ে অস্ত্র বিক্রি করতে চাইছেন। 

সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট ইয়েমেনের ওপর যে সামরিক আগ্রাসন চালাচ্ছে সে সম্পর্কে মর্কিন কংগ্রেসম্যানদের অনেকেই সতর্ক হয়ে উঠছেন।২০১৫ সাল থেকে ওই আগ্রাসন চলছে এবং সৌদি আরবের সঙ্গে প্রধান ভূমিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত। আর এর অস্ত্রের যোগান দিচ্ছে যুক্তরাষ্ট্র। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু