ক্রিকেটকে বিদায় বলে দিলেন থারাঙ্গা পারানাভিতানা

সব ধরনের ক্রিকেটটে বিদায় জানিয়ে দিলেন শ্রীলঙ্কা টেস্ট ক্রিকেট দলের সাবেক ওপেনার থারাঙ্গা পারানাভিতানা।আন্তর্জাতিক ক্রিকেট বলতে ৩৮ বছর বয়সী পারানাভিতানা কেবল টেস্টই খেলেছেন। ৩২ টেস্টে দুই শতক ও ১১ অর্ধশতকসহ ৩২.৫৮ গড়ে রান করেছেন ১ হাজার ৭৯২।

ঘরোয়া ক্রিকেটে সিংহলিজ স্পোর্টস ক্লাবের হয়ে দুর্দান্ত পারফর্ম্যান্স দেখানোর পর তখনকার লঙ্কান কোচ চন্দিকা হাথুরুসিংহের অধীনে প্রতিশ্রুতিবদ্ধ ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল পারানাভিতানার; ২০০৯ সালে করাচি টেস্টে পাকিস্তানের বিপেক্ষ।

সেবার সিরিজ চলাকালীন লাহোরে শ্রীলঙ্কার টিম বাস সন্ত্রাসী হামলা হয়। এই হামলায় যেসব লঙ্কান ক্রিকেটার আঘাত পান তার একজন পারানাভিতানা। পরে সেই ট্রমা কাটিয়ে ফের টেস্টে সফলভাবে ফিরে আসেন তিনি।

২০১০ সালে ভারতের বিপক্ষে সিরিজে এই ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি করেন পারানাভিতানা। তাকে শেষবার সাদা পোশাকের ক্রিকেটে দেখা গেছে ঘরের মাটিতে, ২০১২ সালের নভেম্বরে, নিউজিল্যান্ডের বিপক্ষে।