ক্রেন দুর্ঘটনায় হতাহত তিন বাংলাদেশিকে ক্ষতিপূরণ দিয়েছে সৌদি সরকার

ই-বার্তা ডেস্ক।। মক্কায় মসজিদ আল হারামে ক্রেন দুর্ঘটনার হতাহত তিন বাংলাদেশিকে ক্ষতিপূরণ দিয়েছে সৌদি সরকার। ২০১৫ সালের ১১ সেপ্টেম্বর মক্কায় মসজিদ আল হারামে ক্রেন দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের ওই তিন পরিবারের কাছে সৌদি সরকারের দেওয়া ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবুল মোমেন। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও সচিব মো. শহীদুল হক উপস্থিত ছিলেন। নিহত মোহাম্মদ আবুল কাশেম সুফির পরিবারকে ক্ষতিপূরণ বাবদ দেওয়া হয়েছে দুই কোটি ২৬ লাখ টাকা।

এছাড়া আহত সরদার আব্দুর রব ও মোহাম্মদ নাজিম উদ্দিনের পরিবার পেয়েছে এক কোটি ১৩ লাখ টাকা করে। মক্কায় মসজিদ আল-হারামের কাজের জন্য রাখা একটি ক্রেন উল্টে ১১১ জন নিহত ও ২৩৮ জন আহত হন। হতাহতদের মধ্যে অন্তত ৪০ জন বাংলাদেশি ছিলেন। দুর্ঘটনার পর সৌদি সরকার হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেয়।