খালেদা জিয়ার মামলা নিয়ে সরকার কিছু ভাবছে নাঃ আইনমন্ত্রী

ই- বার্তা ডেস্ক।।   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা নিয়ে সরকার কিছু ভাবছে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

আজ মঙ্গলবার সচিবালয়ে পাবনা আইনজীবী সমিতিকে বই কিনতে ৩০ লাখ টাকার চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

খালেদা জিয়ার জামিনে বিষয়ে আপনি একটি টেলিভিশনের সঙ্গে কথা বলেছেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘আমাকে প্রশ্ন করা হয়েছিল, আমরা (খালেদা জিয়ার মামলা ও জামিন নিয়ে) চিন্তা-ভাবনা করছি কিনা? আমরা কেন চিন্তা-ভাবনা করব? আমি চিন্তা-ভাবনার কোনো কারণ খুঁজে পাচ্ছি না।’

তিনি বলেন, ‘এর কারণ হচ্ছে বিচারিক আদালত এতিমের টাকা চুরি করার জন্য খালেদা জিয়াকে পাঁচ বছরের জেল দিয়েছিল। আপিল করার পর হাইকোর্ট ডিভিশন আপিল আদালত হিসেবে সেটাকে বাড়িয়ে ১০ বছর করেছে। তিনি সাজা ভোগ করছেন।’

‘বিচারিক আদালত এতিমখানার টাকা আত্মসাৎ করার জন্য তাকে সাত বছর সাজা দিয়েছে। এখন তিনি সাজা ভোগ করছেন। আপিল বিভাগ তার জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন। সবই আদালতের ব্যাপার, আমাদেরকে কেন ভাবতে হবে যে আমরা খালেদা জিয়াকে নিয়ে কী করব?’

আইনমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে এ রকম প্রশ্ন ওঠেনি, আমরা অন্ততপক্ষে এটা নিয়ে এখন ভাবছি না।’

বিএনপি খালেদা জিয়ার মামলাকে রাজনৈতিক বলছে, দলটি বলছে সরকারের ইচ্ছায় তিনি কারাবন্দি- এ বিষয়ে আনিসুল হক বলেন, ‘আমার মনে হয় আপনাদেরও ভাবার সময় এসেছে যে, কোনটা রাজনৈতিক মামলা আর কোনটা নয়। কারণ হচ্ছে এই মামলার তথ্যাদি সবকিছু আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। মামলা ২০০৭-০৮ সালে করা হয়েছে। তখন শেখ হাসিনার সরকার ছিল না, তখন তত্ত্বাবধায়ক সরকার ছিল। চার্জশিট দিয়েছে স্বাধীন দুর্নীতি দমন কমিশন। এরপর অন্ততপক্ষে তারা ২০ বার আপিল বিভাগে গেছে, প্রত্যকবার পরাজিত হয়েছে। এই মামলা চলতে পারে বলে আপিল বিভাগের রায় আছে। এরপর বিচারিক আদালতে মামলা চলেছে। শেষ যখন হওয়ার কথা তারা আদালতের বিরুদ্ধে অনাস্থা দিয়েছে। হাইকোর্ট ডিভিশন আবারও আদালত বদলে দিয়েছে। তারপরও এটাকে যদি কেউ রাজনৈতিক মামলা বলতে চায় তাহলে মুখে তারা বলতে পারেন কাগজে তারা প্রমাণ করতে পারবেন না।’