খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছেঃ বিএসএমএমইউ পরিচালক

ই- বার্তা ডেস্ক।।   বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক জানিয়েছেন যে, দীর্ঘদিন ধরে কারাগারে থেকে অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালোর দিকে। আগের চেয়ে তার অবস্থার উন্নতি হচ্ছে। 

আজ শনিবার খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা সম্পকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,খালেদা জিয়া ভালো আছেন। আশা করি, আরও ভালো হবেন।  খালেদা জিয়া ডায়াবেটিসে আক্রান্ত। এটা নিয়ন্ত্রণে এসে যাবে, এর জন্য সময় লাগবে।

বিএসএমএমইউতে আসার পর থেকেই সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে জানিয়ে মাহবুবুল হক বলেন, মেডিকেল বোর্ডের দেয়া ওষুধ তিনি নিয়মিত খাচ্ছেন, তার ভালো ঘুমও হচ্ছে।

গতকাল শুক্রবার ছুটির দিন হওয়ায় মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে দেখতে পারেন নি জানিয়ে মাহবুবুল হক জানান, গত বৃহস্পতিবার পর্যন্ত তাকে মেডিকেল বোর্ড দেখেছেন, তিনি ভালো ছিলেন। তিনি ওষুধ খাচ্ছেন, তার অবস্থার উন্নতি হচ্ছে।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম