মাদুরোকে হটাতে তেলের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ই-বার্তা ডেস্ক।।   ভেনিজুয়েলার রাষ্ট্রীয় তেল সংস্থার ‘পিডিভিএসএ’ ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে চাপে রাখতেই এমন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্স

সোমবার মার্কিন কর্তৃপক্ষ এ নিষেধাজ্ঞা জারি করে।

নিষেধাজ্ঞার ঘোষণার কয়েক মিনিট আগে, হুয়ান গুয়াইদো বলেন, কংগ্রেস পিডিভিএসএ এবং এর মার্কিনভিত্তিক সহায়ক কোম্পানি সিটগোর পরিচালকদের নতুন বোর্ড ঘোষণা করবে।

গুয়াইদোকে যুক্তরাষ্ট্রসহ বেশির ভাগ পশ্চিমা দেশ সমর্থন দিয়েছে। তাদের মতে, মাদুরো নির্বাচনে কারচুপি করেছেন। মাদুরোর উচিত পদত্যাগ করে নতুন সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা।

এদিকে রাশিয়া ভেনিজুয়েলার বিরুদ্ধে অবৈধ হস্তক্ষেপে নিন্দা জানিয়েছে। তারা বলছে মস্কো ভেনিজুয়েলার সঙ্গে সার্বভৌমত্ব ঋণ হিসেবে ৩.১৫ বিলিয়ন ডলার নিয়ে সমস্যা রয়েছে।

ই-বার্তা/ শফিকুল ইসলাম