চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ড. কামাল

 ই-বার্তা ডেস্ক।।  চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।  শনিবার রাতে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন।  গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সাংবাদিকদের জানান, এক সপ্তাহ পরে ড. কামালের দেশে ফেরার কথা রয়েছে।

তিনি আরও বলেন , হাঁটুর ব্যথার কারণে হাঁটাচলায় সমস্যা হচ্ছে ড. কামালের।  দীর্ঘদিন ধরে তিনি হাঁটুর সমস্যায় ভুগলেও সম্প্রতি ব্যথা আরও বেড়ে গেছে।  তবে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন এবং পরবর্তীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ রাজনৈতিক ব্যস্ততার কারণে এতদিন তিনি চিকিৎসার জন্য দেশের বাহিরে যেতে পারেননি।

এদিকে, ড. কামাল দেশে ফেরার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আগামী ৬ ফেব্রুয়ারি ‘জাতীয় সংলাপ’ আয়োজন করবে জাতীয় ঐক্যফ্রন্ট।  সংলাপে জামায়াত বাদে নির্বাচনে অংশ নেওয়া ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) ও অন্য সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানোর কথা রয়েছে।  

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু