ছিনতাইয়ের সাজা আজীবন কারাদণ্ড!

ই- বার্তা ডেস্ক।।  ছিনতায়ের দায়ে যুক্তরাষ্ট্রের আলাবামার বাসিন্দা আলভিন কেনার্ডকে আজীবন আজীবন কারাদণ্ড দেয়া হয়েছে।একটি বেকারিতে ঢুকে ছুরি দেখিয়ে ছিনতাই করেছিলেন তিনি।

কিন্তু ছিনতাইয়ের সময় তিনি কাউকে আঘাত পর্যন্ত করেননি। ঘটনাটা ১৯৮৩ সালের। তখন কেনার্ডের বয়স ছিল ২২ বছর। মাত্র ৫০ দশমিক ৭৫ ডলার ছিনিয়ে নেয়ার দায়ে তাকে এই সাজা দেয়া হয়েছে তখন।

দেশটিতে বারবার একই ব্যক্তির ছিনতাই করা আটকাতে ১৯৭০র দশকে কঠোর এ আইন জারি করা হয়েছিল।-খবর বিবিসির

এতে দায়ী ব্যক্তিকে আজীবন কারাদণ্ড দেয়ার পর তার প্যারলে মুক্তিরও সুযোগ ছিল না। বর্তমানে আইনটির সংশোধন করে প্যারলে মুক্তির সুযোগ রাখা হয়েছে।

সংশোধিত আইনে ৩৬ বছর পর কারাগার থেকে ছাড়া পান কেনার্ড। তার বয়স এখন ৫৮ বছর। তার আইনজীবী কার্লা ক্রোডার বলেন, প্যারলে মুক্তির সুযোগ পেয়ে তিনি উদ্বেলিত। এখন তার পরিবার তার দেখাশোনা করবে।

তিনি বলেন, জেলে যাওয়ার আগে তিনি কাঠমিস্ত্রির কাজ করতেন। তিনি তার পুরাতন পেশায় ফিরে যেতে চান।

প্যারল শুনানির জন্য কারাগারের লাল ডোরা পোশাক পরেই কেনার্ড বিচারকের সামনে আসেন। এসময় নিজের কৃতকর্মের পুরো দায়ভার গ্রহণ করেন।