ছিনতাই ও অপহরণ এর ঘটনায় জাবি ছাত্রলীগের ৫ কর্মী বহিষ্কার

ই-বার্তা ডেস্ক।।  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর জামাতাকে মারধর করে ছিনতাই ও তুলে নিয়ে মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়া গেছে। এর  প্রেক্ষিতে জাবি শাখা ছাত্রলীগের পাঁচ কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান জানান, রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে শৃংখলা কমিটির সভায় অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার থাকাকালীন সময়ে তারা নিয়মিত ক্লাস, পরীক্ষায় অংশ নিতে পারবে না। অপরাধের বিষয়টি তাদের পরিবারকে অবহিত করা হয়েছে।

সাময়িক বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৪তম আবর্তনের শিক্ষার্থী সঞ্জয় ঘোষ, সরকার ও রাজনীতি বিভাগের মোহাম্মদ আল-রাজি, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের রায়হান পাটোয়ারী, দর্শন বিভাগের মোকাররম হোসেন শিবলু ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহ মোস্তাক সৈকত। বহিষ্কৃত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ৪৫তম ব্যাচের ছাত্র।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় জাবি ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, প্রশাসনের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমরাও সাংগঠনিকভাবে তদন্ত করে বহিষ্কারের পদক্ষেপ নিচ্ছি।

ই-বার্তা / আরমান হোসেন পার্থ