জাবালে নূর নাম মুছে লেখা হচ্ছে আল-মক্কা পরিবহন

ই-বার্তা। ।  রাজধানীর শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী হত্যার পর আপাতত বন্ধ থাকা জাবালে নূর পরিবহন নাম পরিবর্তন করে আবারো রাস্তায় নামতে যাচ্ছে। আল-মক্কা নাম দিয়ে ওই বাসগুলো প্রস্তুত করা হচ্ছে রাস্তায় নামানোর জন্য। জাবালে নূরের কারখানায় আগের রঙ পাল্টে নতুন নাম দিয়ে রঙ করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, জাবালে নূরের প্রায় ৩০০ বাস রয়েছে। যে গাড়িগুলোর অধিকাংশই লক্কড়ঝক্কড়। দুই ছাত্র হত্যার পর এই পরিবহনের নামে গাড়ি নামাতে ভয় পাচ্ছেন মালিকরা। র‌্যাব ও পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিন ড্রাইভার, দুই সহকারী ও এক পরিচালক। বাসগুলো মিরপুরের বিভিন্ন অলিগলিতে রাখা রয়েছে।

ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, ঠিক ওই মুহূর্তেই জাবালে নূর পরিবহনের বাসগুলো রঙ লাগিয়ে চেহারা বদলানোর কাজে ব্যস্ত ছিলেন মিস্ত্রিরা। রাতারাতি ওই পরিবহনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে আল-মক্কা পরিবহন। সবগুলো গাড়িতে নতুন করে রঙ লাগানো হচ্ছে। আর জাবালে নূর নাম মুছে লেখা হচ্ছে আল-মক্কা পরিবহন।