টেকনাফকে ‘ইয়াবামুক্ত’ করতে বদির দোয়া মাহফিল!

ই-বার্তা ডেস্ক ।।    কক্সবাজার-৪ আসনের সাবেক সাংসদ আব্দুর রহমান বদি টেকনাফকে ‘ইয়াবামুক্ত’ করতে দোয়া মাহফিল করেছেন।

গতকাল শনিবার দুপুরে টেকনাফ পৌরসভার উপজেলা আদর্শ কমপ্লেক্স মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়। আয়োজিত ‘মাহফিল ও শুকরিয়া সভা’য় ইয়াবা ব্যবসায়ীদের বর্জনেরও ঘোষণা দেন ইয়াবা চোরাচালানের অভিযোগ নিয়ে বিতর্কিত বদি।

মাহফিলে ইয়াবার ‘গজব’ থেকে মুক্ত হতে সবার সহযোগিতা  চেয়েছেন তিনি। তিনি বলেন, আমাদের একটি মাত্র কলঙ্ক, সেটা হচ্ছে ইয়াবা। এই ইয়াবার কারণে এত বদনাম।

টেকনাফ পৌরসভা ‘উখিয়া ও টেকনাফে নির্বাচন সুষ্ঠু হওয়ায়’ এ কর্মসূচির আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন টেকনাফ আল-জামিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা মুফতি কেফায়েত উল্লাহ শফিক।

সভায় বদি বলেন, টেকনাফকে ইয়াবামুক্ত করে কলঙ্কের দাগ মুছতে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া মাদক নির্মূলের কর্মসূচি সফল করতে আলেম সমাজের মাধ্যমে মহান আল্লাহের কাছে দোয়া চেয়ে মাহফিলের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, টেকনাফের বাইরে কক্সবাজার জেলা শহরসহ দেশের কোথাও গেলে সকলকে বদনামের ভাগীদার হয়ে কুণ্ঠিত হতে হয়। কারণ, ইয়াবার জন্য যুব সমাজ ও জাতি ধ্বংসের পথে। বিপথে পা রাখায় অনেকের পরিবারে আজ কান্নার আহাজারি চলছে। এদের কেউ হারিয়েছেন বাবা, কেউ স্বামী আবার কেউবা সন্তান ও ভাই।

বদি আরও বলেন, টেকনাফকে ইয়াবামুক্ত করা আমার একার পক্ষে সম্ভব নয়। এ জন্য সমাজের সকল স্তরের মানুষকে এক কাতারে আসতে হবে। ইয়াবামুক্ত করার জন্য সবাইকে শপথ নিতে হবে।

ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম