ডিজিটালাইজ করা হবে সরকারী ২৯০০ সেবাঃ জুনাইদ পলক

ই-বার্তা ডেস্ক।।  তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন সরকারি দুই হাজার ৯০০ সেবা ডিজিটালাইজ করা হবে।  নাটোর জেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘আমরা চেষ্টা করবো আমাদের প্রত্যেকটি সরকারি দফতর এবং সেবামূলক যেসব কাজ রয়েছে সেগুলোকে ডিজিটালাইজ করার।’

তিনি আরও বলেন ,‘আইসিটি ডিভিশন, এটুআই মিলে দুই হাজার ৯০০ সেবাকে তালিকাবদ্ধ করা হয়েছে , যেগুলোকে পর্যায়ক্রমে ডিজিটালাইজ করা হবে।’

প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রথম পর্যায়ে দেড় হাজার সার্ভিসকে ডিজিটালাইজ করা হবে।

পলক বক্তব্যে নাটোরের উন্নয়নে পরবর্তী করণীয় বিভিন্ন দিক তুলে ধরেন। মতবিনিময় সভায়  উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।

 

ই-বার্তা / শফিকুল ইসলাম