ড্র হলো লিভারপুল-টটেনহাম ম্যাচ

ম্যাচের শুরুতে ঘরের মাঠে  গোল করে এগিয়ে থেকেও শেষ মুহূর্তের নাটকীয়তায় টটেনহ্যামের বিপক্ষে ২-২ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়তে হল লিভারপুলকে। এর আগে প্রথম লেগে টটেনহ্যামের মাঠে ৪-১ ব্যবধানে হেরেছিল ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

রোববার রাতে অ্যানফিল্ডে শুরুটা ভালোই করেছিল লিভারপুল। ম্যাচের ৩ মিনিটের মাথায় মোহামেদ সালেহর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কোনো দল।

ম্যাচের ৮০তম মিনিটে যখন মনে হচ্ছিল জয়ের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে লিভারপুল, তখনই আঘাত হানে অতিথিরা। ভিক্টর ওয়াইনিমার দর্শনীয় এক গোলে সমতায় ফেরে সফরকারীরা।

খেলা শেষ হতে যখন আর মাত্র ৪ মিনিট বাকি তখনই একটি পেনাল্টির সুযোগ পেয়েছিল টটেনহাম। তবে সে সুযোগ কাজে লাগাতে পারেনি টটেনহ্যামের জার্মান ফরোয়ার্ড হ্যারি কেইন। ম্যাচের অতিরিক্ত সময়ে লিভারপুলের মিশরিয়ান ফরোয়ার্ড সালাহ ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন। কিন্তু, একেবারেই সময়ের শেষ মিনিটে আবারও পেনাল্টি পায় টটেনহ্যাম। এবার আর ব্যর্থ হননি কেইন। লিগে নিজের ২২তম গোল করে দলকে সমতায় ফেরান।

এ ড্রয়ের ফলে ইংলিশ লিগে ২৬ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে লিভারপুল। ১ পয়েন্ট কম নিয়ে তারপরেই আছে এক ম্যাচ কম খেলা চেলসি। পঞ্চম স্থানে থাকা টটেনহ্যামের পয়েন্ট ৪৯। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬৯। ১৩ পয়েন্ট কম নিয়ে আছে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।