ঢাকার শক্তি বাড়াতে বিপিএলে আসছেন এক শ্রীলংকান তারকা

ই-বার্তা ডেস্ক।।   এবারের বিপিএলে মুদ্রার বিপরীত দিকটাও যেনো দেখে ফেলেছে ঢাকা ডায়নামাইটস। প্রথম ৬ ম্যাচে ৫ জয়ের পর হেরেছে টানা চার ম্যাচ। শংকা দেখা দিয়েছে প্লে-অফ নিয়েও। তাই এবার শ্রীলংকান হার্ডহিটার ব্যাটসম্যান উপল থারাঙ্গা’কে উড়িয়ে আনছে ঢাকা। সবকিছু ঠিকঠাক থাকলে ১লা ফ্রেব্রুয়ারি কুমিল্লার বিরুদ্ধে মাঠে নামবেন তিনি।

বাংলাদেশে উপুল থারাঙ্গা পরিচিত এক নাম। লঙ্কানদের হয়ে প্রায় ৭০০০ ওয়ানডে রান করা থারাঙ্গা প্রিমিয়ার লিগে খেলে গেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। গতবছর বিপিএল খেলেছিলেন সিলেট সিক্সার্সের হয়ে। সিলেটের জার্সি গায়ে চেপে ৬ ম্যাচে ৪১.৪০ গড়ে করেছিলেন ২০৭ রান। ১২৫.৪৫ গড়ে রান করা এই বাঁহাতি ওপেনার ছক্কা হাঁকিয়েছিলেন ৫ টি, চার মেরেছিলেন ১৯ টি। ৫০ ছাড়ানো ইনিংস খেলেছিলেন ৩ টি (সর্বোচ্চ ৬৯*)। সেবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে খেলে হয়েছিলেন ম্যাচসেরা।

উল্লেখ্য, এর আগে প্রোটিয়া উইকেটরক্ষক ব্যাটসম্যান হিনো কুহনকে উড়িয়ে এনেছিলো ঢাকা। তবে প্লেয়ার্স ড্রফটে নাম না থাকায় তাকে ফিরে যেতে হয়।

ই-বার্তা/ মাহারুশ হাসান