তামিমের দুর্দান্ত শতকের পরেও ২৩৪ রানে অলআউট বাংলাদেশ

ই-বার্তা ডেস্ক।।  ওয়ানডে সিরিজ নিজের ছায়া হয়েই পার করেছন তামিম ইকবাল।  তিন ম্যাচের কোনোটিতে নিজের দক্ষতার প্রমাণ রাখতে পারেননি।  অবশেষে নিজের স্বভাবসূলভ ব্যাটিংয়ে আবারও রানে ফিরলেন তিনি।  তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে হ্যামিল্টনে ঝড়ো সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ড্যাশিং ওপেনার।   

তবে বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় ইনিংস বড় করতে পারেনি বাংলাদেশ।  ২৩৪ রানে গুটিয়ে গেছে সফরকারীরা।  টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।  স্বাগতিক অধিনায়কের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে দারুন ব্যাট করতে থাকেন তামিম ও সাদমান।  ৩২ বলে ২৪ রান করে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সাদমান।  তার আগে তামিমের সাথে ৫৭ রানের জুটি গড়েন তিনি।  এরপর নতুন ব্যাটসম্যান মুমিনুল হককে দর্শক বানিয়ে আক্রমনাত্মক ব্যাটিং করতে থাকেন তামিম।  ১৩ ওভারের প্রথম তিন বলে বোল্টকে টানা তিনটি চার মেরে মাত্র ৩৭ বলে হাফসেঞ্চুরি করেন তিনি।  সতীর্থের সঙ্গে দারুণ জুটি গড়ে তোলেন এ ওপেনার।  তাতে দুরন্ত গতিতে ছুটছিল বাংলাদেশ। 

এরপরই শুরু হয় ব্যাটিংদের আসা যাওয়ার মিছিল।  দলীয় ১২১ রানে নিল ওয়েগনারের বলে বিজে ওয়াটলিংকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।  পরে আস্থার প্রতিদান দিতে পারেননি মোহাম্মদ মিঠুন।  ব্যর্থ হয়েছেন সৌম্য সরকারও।  টিম সাউদিকে উইকেট বিলিয়ে দিয়ে আসেন বাঁহাতি ব্যাটার।

পরে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করেন তামিম।  এর মধ্যে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন দেশ সেরা এই ওপেনার। অবশ্য সেঞ্চুরির পর খুব বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হতে পারেননি তিনি।  আর ২৬ রান যোগ করে কলিন ডি গ্র্যান্ডহোমের বলে কেন উইলিয়ামসনকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।  এর রেশ কাটতেই ওয়েগনারের বলে বোল্টকে ক্যাচ তুলে দেন মাহমুদউল্লাহ।  ২২ রান সাজ ঘরে ফেরেন মাহমুদুল্লাহ।  এরপর আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ।

তবে বাংলাদেশ শিবিরে শেষ পেরেকটি ঠুকেন ওয়েগনারই।  তুলে নেন লড়তে থাকা লিটনকে।  শেষ পর্যন্ত ২৩৪ রানে অলআউট হয় টাইগাররা।  নিউজিল্যান্ডের হয়ে ৫ উইকেট নেন ওয়েগনার। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু