তাসলিমাকে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত তিনজনই জড়িত

ই-বার্তা ডেস্ক।।  রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে তাসলিমা বেগম রেনু নিহত হন। এ  হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত তিনজন সরাসরি জড়িত বলে জানিয়েছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। 

আজ সোমবার সকালে এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের এ কথা জানান। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা কী বলেছে—এমন প্রশ্নে মো. রফিকুল ইসলাম বলেন, ‘জিজ্ঞাসাবাদে তারা আর কী বলবে? তাদের বলার কী আছে? আমরা স্পষ্ট ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করেছি। এই হত্যাকাণ্ডে তারা সরাসরি জড়িত।’

মো. রফিকুল ইসলাম আরো বলেন, ‘একটু বাদেই গ্রেপ্তারকৃত মো. জাফর (১৮), মো. বাপ্পী (২৮) ও মো. শাহীনকে (২০) আদালতে পাঠানো হবে। আদালতে তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে। আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করলে মূল ঘটনা বের করতে আমরা সক্ষম হব।’

এর আগে বাড্ডা জোনের সহকারী উপকমিশনার (এসি) এলিন চৌধুরী গণমাধ্যমকে বলেছিলেন, ‘আমরা খুব দ্রুতগতিতে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। ভিডিও ফুটেজ, স্কুলের শিক্ষকসহ স্থানীয়দের আমরা নজরে রেখেছি। হত্যাকাণ্ডের সম্ভাব্য সব দিক বিবেচনা করে আমরা সামনে যাচ্ছি। আশা করছি, দ্রুতই এই হত্যাকাণ্ডের জট খুলবে।’ 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু