তীব্র গরমে ভারতে ৪০ জনের মৃত্যু

ই-বার্তা ডেস্ক।।  ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, তীব্র গরমে ভারতের বিহার রাজ্যে শনিবার ৪০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এনসেফেলাইটিসে মারা গেছে আরও ২০ শিশু।

গরমে সব থেকে বেশি মৃত্যু হয়েছে ঔরঙ্গবাদ জেলায়। এই জেলাতেই ২৫ জনের মৃত্যু হয়েছে। সেখানকার সদর হাসপাতালে ভর্তি আছেন আরও ৩০ জন। চিকিৎসকেরা জানিয়েছেন, ১৫ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

জেলার ডেপুটি ডেভেলপমেন্ট কমিশনার ঘনশ্যাম মীনা জানান, প্রবল গরম এই মৃত্যুর জন্য দায়ী।

বিহারের তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রির উপরে। শনিবারই দশ বছরের রেকর্ডকে ছাপিয়ে যায়। ১৮ জুন পর্যন্ত এই অবস্থা চলবে।

রাজ্যটির মুখ্যমন্ত্রী নিতীশ কুমার শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে মৃতের পরিবারদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়েছে। দরিদ্রদের শেষকৃত্যের জন্য ২০ হাজার টাকা করে দেওয়া হবে। আর ক্ষতিপুরণ হিসেবে প্রত্যেক পরিবারকে দেওয়া হেব ৪ লাখ টাকা করে।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু