ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন চাঁদপুরের বিপ্লব কুমার দেব

ই-বার্তা।।  ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন বিপ্লব কুমার দেব৷ শনিবার রাজ্য বিজেপি সভাপতি এই দায়িত্বভার গ্রহণ করেন৷ উপমুখ্যমন্ত্রী পদের দায়িত্বভার নিলেন জিষ্ণু দেব বর্মণ৷

শুক্রবারই মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিপ্লব৷ শপথ নেন জিষ্ণুও৷ শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছঠিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব৷ উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য জাতীয় স্তরের নেতারাও৷

রাজ্যপাল তথাগত রায়ের তত্ত্বাবধানে শপথ নেন ত্রিপুরার মন্ত্রীসভার সদস্যরা৷ শপথ নেওয়ার আগে বিপ্লব বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর ত্রিপুরার উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন বিপ্লব। তাঁকে সহযোগিতার আশ্বাস দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

গত মাসে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন হয়। বামদের দুর্গ গুঁড়িয়ে দিয়ে নির্বাচনে বিপুল জয় পায় বিজেপি। রাজনীতিতে অনেকটা আনকোরা বিপ্লবকে সামনে রেখেই বিজেপি নির্বাচন করেছিল। দলটি ৩৫টি আসন পেয়েছে। আটটি আসন পাওয়া আঞ্চলিক দল ইন্ডিজেনিয়াস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরার সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছে বিজেপি।

দীর্ঘদিন ক্ষমতায় থাকা মানিক সরকারের দল কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (সিপিআই-এম) পেয়েছে মাত্র ১৬টি আসন।
ত্রিপুরার জনগণকে উন্নয়নের প্রতিশ্রুতি দেন বিপ্লব। তিনি বলেন, ‘আমি ত্রিপুরাবাসীকে ভালোবাসি। কমিউনিস্টদেরও ভালোবাসি। কিন্তু আমি হতাশ যে তারা (সিপিআই-এম) অনেকটা সময় পেয়েও রাজ্যের উন্নয়নে সম্পদের সদ্ব্যবহার করেনি।’

বিপ্লব রাজ্য বিজেপির দায়িত্ব পান ২০১৬ সালের জানুয়ারিতে। তাঁর বাড়ি চাঁদপুরের কচুয়ায়। উপজেলার মেঘদাইর গ্রামের হিরুধন দেব ও মিনা রানী দেবের একমাত্র ছেলে বিপ্লব। ১৯৭১ সালে তাঁর মা-বাবা ত্রিপুরা চলে যান। তাঁরা সেখানেই স্থায়ী বাসিন্দা হন।