দলীত কোনো নেতাকে সভাপতির পদে দেখতে চান রাহুল

ই-বার্তা ডেস্ক।।  কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী নির্বাচনে ভরাডুবির দায় নিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিলে তা বাতিল করে দেয় কংগ্রেস ওয়ার্কিং কমিটি।  এ নিয়ে বেশ নাটকেরও জন্ম হয়েছে।  কিন্তু পদত্যাগের সিদ্ধান্তে অনড় রাহুল চান কোনো দলীত নেতা দলীয় প্রধানের দায়িত্বে আসুক। 

জানা যায় রাহুল নাকি তাঁর জায়গায় কোনও দলিত নেতাকে দলীয় সভাপতির পদে বসাতে চাইছেন৷ পিছিয়ে পড়া শ্রেণী থেকে উঠে আসা কোনও নেতাই কংগ্রেসের এই বেহাল অবস্থা সামলাতে পারবে বলে মত তাঁর৷ তবে সেটা চাইছেন না দলের অন্যান্য নেতারা৷

শুধু দলীয় নেতারাই নন, কংগ্রেসের শরিক দল যেমন আরজেডির লালুপ্রসাদ যাদব, ডিএমকের এমকে স্ট্যালিন, ও জেডিএসের এইচ ডি কুমারাস্বামী পর্যন্ত রাহুলকে পদত্যাগ করতে নিষেধ করছেন৷ তবে নিজের সিদ্ধান্ত থেকে সরতে চাইছেন না বর্তমান কংগ্রেস সভাপতি৷

এদিকে, রাহুলকে আটকাতে মরিয়া দলের নেতাদের একাংশ তাই এবার ধর্ণায় বসতে চলেছেন৷ রাহুল যদি সিদ্ধান্ত বদল না করেন তাহলে খুব তাড়াতাড়ি তাঁর বাড়ির সামনে দলবল নিয়ে হত্যে দিয়ে বসে পড়বেন শীলা দীক্ষিত৷

তিনবারের দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত মনে করেন, এই কঠিন পরিস্থিতিতে রাহুলই পারেন দলকে ঘুরে দাঁড় করাতে৷ অতীতেও কংগ্রেস এমন বিপর্যয়ের মুখে পড়েছিল৷ কিন্তু প্রতিবার ঘুরে দাঁড়িয়েছে৷ 

দলের ভরাডুবির পর নেতাদের সঙ্গে দেখা সাক্ষাৎ বন্ধ করে দিয়েছেন রাহুল৷ যা বলার সবাই প্রিয়াঙ্কাকে জানাচ্ছেন৷ আসলে রাহুল দলের প্রবীণ নেতাদের একাংশের উপর বেজায় ক্ষুব্ধ৷ 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু